ফাঁসিদেওয়া, ১৪ জানুয়ারিঃ বিয়ের দেড় বছরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ।ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার বিধাননগরের ভিমবার এলাকায়। পারিবারিক বিবাদের জেরে গৃহবধূ আত্মঘাতী হয়েছে বলে জানা গিয়েছে।মৃতার নাম রবিতা সিংহ।
জানা গিয়েছে,২০২১ সালে রবিতার সঙ্গে রঞ্জন বর্মনের বিয়ে হয়।বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে অশান্তি লেগে থাকত তাদের।বারবার মরে যাওয়ার কথাও বলতো রবিতা।শুক্রবার রাতেও দুজনের মধ্যে বিবাদ হয় এরপর ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় গৃহবধূ।যদিও ঘটনার কোনো অভিযোগ দায়ের হয়নি।
এদিকে খবর পেয়ে বিধাননগর হাসপাতালে পৌঁছান ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার।