শিলিগুড়ি,৩ মেঃ মানুষ তো বটেই, গরমে নাজেহাল হচ্ছে বন্যপ্রাণীরা। যেকারণে গরমে রেহাই পেতে এবার বন্যপ্রাণীরাও ওআরএস খাচ্ছে। আবার তাঁদের জন্য ব্যবস্থা করা হয়েছে এয়ার কুলার, বরফের। গত কয়েক সপ্তাহ ধরে তীব্র দাবদাহে নাজেহাল মানুষ। শিলিগুড়ির তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি। এই প্রখর গরমে মানুষের পাশাপাশি নাজেহাল হয়ে পড়ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের পশুপাখিরাও। তাই এবার তাদের কথা মাথায় রেখে একাধিক বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ।
বেঙ্গল সাফারি পার্কে পশু-পাখিদের খাঁচায় একাধিকবার স্নান এবং খাবার জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস। বিভিন্ন পশুর খাঁচার সামনে ও ভেতরে এয়ার কুলারের ব্যবস্থাও করা হয়েছে। জল ঠাণ্ডা রাখতে জলের মধ্যে দেওয়া হচ্ছে বরফ। পশু-পাখিদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কতৃপক্ষ ও চিকিৎসকেরা।
গরমের জন্য খাদ্য তালিকাতেও বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন ফল যেমন তরমুজ, আপেল, কলা ও ভিটামিন সি জাতীয় ফলও দেওয়া হচ্ছে পশুপাখীদের। তাদের এনক্লোজারেও বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে। গরমে পার্কে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে ব্যবস্থা করা হয়েছে জেনারেটরের।
বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান, সাধারণ মানুষের সঙ্গে বন্য প্রাণীদের ইমিউনিটির একটা বড় পার্থক্য রয়েছে। তাই এই সকল প্রাণীদের জন্য আরও বেশি যত্ন নিতে হচ্ছে। বন্য প্রাণীদের নিয়ে এখন আগের থেকেও বেশি সতর্ক হচ্ছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। এই সময়ে বাতাসে জলীয়বাস্পের পরিমাণ কম হলে সাধারণত শরীরে ডিহাইড্রেশন হয় তাই দুবার পানীয় জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস। এছাড়াও যেসব ফলে জলের পরিমান বেশী রয়েছে সেই ফল গুলিও দেওয়া হচ্ছে পশুপাখীদের। বিশেষ নজরদারির ব্যবস্থাও রয়েছে।