প্লাস্টিক ক্যারিব্যাগ তো নয়, ব্যবহার করা যাবেনা নন ওভেন ব্যাগও-অভিযানে শিলিগুড়ি পুরনিগম

শিলিগুড়ি, ৩ জুলাইঃ প্লাস্টিক বন্ধ হতেই শহরে ব্যবহার বাড়ছে নন ওভেন ব্যাগের৷ সেই নন ওভেন ব্যাগগুলিও প্লাস্টিক দিয়েই তৈরি হচ্ছে৷যেকারণে প্লাস্টিক ক্যারিব্যাগের পাশাপাশি নন ওভেন ব্যাগের ব্যবহার বন্ধ করতেও রাস্তায় নামলো শিলিগুড়ি পুরনিগম৷


প্লাস্টিকমুক্ত শহর করতে শিলিগুড়ি পুরনিগমের তরফে লাগাতার সচেতনতা প্রচার চলছে৷রবিবারও শিলিগুড়ির বিধান মার্কেটে অভিযান চালায় পুরনিগম৷ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ ও বরো চেয়ারম্যান কাউন্সিলরদের নিয়ে বিধান মার্কেটে সচেতনতা অভিযান চালানো হয়৷ দেখা যায় অধিকাংশ দোকানে কাপড়ের ব্যাগের নামে নন ওভেন ব্যাগগুলিতে ক্রেতাদের জিনিস দেওয়া হচ্ছে৷এই নন ওভেন ব্যাগগুলিও তৈরি হয় প্লাস্টিক দিয়ে।এগুলিও পরিবেশের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক৷যেকারণ পুরনিগমের তরফে ব্যবসায়ীদের এই ব্যাগ ব্যবহার করতে বারণ করা হয়েছে৷ রবিবার বহু দোকান থেকে সেই ব্যাগগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে।


One thought on “প্লাস্টিক ক্যারিব্যাগ তো নয়, ব্যবহার করা যাবেনা নন ওভেন ব্যাগও-অভিযানে শিলিগুড়ি পুরনিগম

  1. Pkd says:

    বিস্কুটের প্যাকেট,সরিষার তেলে বা দুধের পাউচ,মুড়ির বা অন্যান্য প্লাস্টিক বন্ধ হচ্ছে তো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis