ফের যাত্রা শুরু টয়ট্রেনের, খুশির হাওয়া পর্যটন মহলে

শিলিগুড়ি, ২৫ আগস্টঃ দীর্ঘদিন পর ফের শুরু হল টয়ট্রেন পরিষেবা।বুধবার শিলিগুড়ি থেকে দার্জিলিং নিয়মিত টয়ট্রেন পরিষেবা চালু হল।


এদিন এনজেপি স্টেশনে কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরীর উপস্থিতিতে ফ্ল্যাগ অফ করা হয় টয়ট্রেনের।এরপর টয়ট্রেনটি দার্জিলিং এর উদ্দেশ্যে যায়।অন্যদিকে দার্জিলিং থেকে নিয়মিত টয়ট্রেন শিলিগুড়িতে আসবে।যদিও প্রথমদিনে তেমন পর্যটক ছিল না।দু-একজনই পর্যটক ছিলেন।

টয়ট্রেন পরিষেবাকে আকর্ষনীয় করতে বেশকিছু উদ্যোগ নেওয়া হবে বলে জানান ডিআরএম।খুব শীঘ্রই শিলিগুড়ি থেকে জঙ্গল সাফারিও শুরু করা হবে বলে জানা গিয়েছে।অন্যদিকে কয়েকদিন আগেই দার্জিলিঙয়ে টয়ট্রেনের জয় রাইড সাফারিও শুরু হয়েছে।এদিকে দীর্ঘদিন পর টয়ট্রেন পরিষেবা চালু হতেই রাস্তায় প্রচুর উৎসুক মানুষকে টয়ট্রেনের ছবি তুলতে দেখা যায়।


প্রসঙ্গত, ধস এবং করোনার বিধিনিষেধের জেরে দীর্ঘদিন ধরে এই টয়ট্রেন পরিষেবা বন্ধ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *