শিলিগুড়ি, ২১ ডিসেম্বরঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি সংস্থাকে হস্তান্তরের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চ।বুধবারও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চের আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল।
জানা গিয়েছে, বুধবার শিক্ষামন্ত্রী আসার আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মাইক লাগিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চ।সেই সময় নিরাপত্তারক্ষীরা আন্দোকারীদের বাঁধা দেয়।এই নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাঁধে।অভিযোগ, সেইসময় তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য জমি বাঁচাও মঞ্চের সঙ্গে যুক্ত অধ্যাপক ও শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে।ঘটনায় আন্দোলনকারী এক শিক্ষার্থী আহত হয়েছেন।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা কর্মীরা।
ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করার পাশাপাশি গোটা ঘটনা শিক্ষামন্ত্রীকে জানানো হবে বলে জানান আন্দোলনকারীরা।এদিন শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় শিক্ষামন্ত্রীকে উদ্দ্যেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
তবে জমি হস্তান্তর হচ্ছে না বলে সাফ জানিয়ে দেন শিক্ষামন্ত্রী।
অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের তরফে মিঠুন বৈশ্য বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে এসে ঝামেলা পাকানোর চেষ্টা করছে।