শিলিগুড়ি, ২৪ জুনঃ বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে এলাকা। ক্ষোভে ফের পথ অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের।শুক্রবার ৩৫ নম্বরের ওয়ার্ডের বাসিন্দারা এনজেপি স্টেশনে যাওয়ার মেইন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুলেশ্বরী নদী সংস্কার হচ্ছেনা।ফলে বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে।সোমবারের বৃষ্টিতেও বহু বাড়িতে জল ঢুকে পড়ে।অথচ নদী সংস্কারের কাজ শুরু না হওয়ায় শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন বাসিন্দারা।
ঘন্টাখানেক অবরোধ করে রাখা হয় এনজেপি স্টেশন যাওয়ার রাস্তা।খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ও কাউন্সিলর শম্পা নন্দী ঘটনাস্থলে পৌঁছান। বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।পরে বাসিন্দাদের সঙ্গে কথা বলতে সেখানে যান বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা।তিনি জানান, পুরনিগমের তরফে সাফাই কর্মী দিয়ে নদী পরিষ্কারের কাজ শুরু করানো হবে।