শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বরঃ পুজোর আগে ফের কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করল ডিআরআই।ঘটনায় গ্রেফতার ২।ধৃতদের নাম মৃণাল আলি মন্ডল এবং চিন্টু ঘোষ।দুজন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রে ডিআরআই এর কাছে খবর আসে যে দক্ষিণ দিনাজপুর থেকে একটি গাড়িতে করে শিলিগুড়িতে সোনা পাচার করা হবে।এরপরই ডিআরআই টিম রায়গঞ্জে অভিযান চালিয়ে একটি গাড়ির পিছু নেয়।রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে গাড়িটিকে দাঁড় করানো হয়।এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪৩ পিস সোনার বিস্কুট।গাড়ির সিটের মধ্যে বিশেষ চেম্বার বানিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সোনার বিস্কুটগুলি।
উদ্ধার হওয়া সোনার ওজন ৪ কিলো ৯৮৮ গ্রাম।যার বাজারমূল্য ২ কোটি ৪৭ লক্ষ ৫৬ হাজার টাকা।ঘটনায় দুজনকে গ্রেফতার হয়।কাস্টমস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে ডিআরআই।
ডিআরআই সূত্রে খবর, পুজোর আগে শিলিগুড়িতে বিদেশী সোনা পাচার পাচার করা হচ্ছে।এর ওপর বিশেষ নজরদারি রয়েছে বলে জানা গিয়েছে।