শিলিগুড়ি, ৭ এপ্রিলঃ গাড়িতে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ৮ কোটি টাকার সোনা।গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফাটাপুকুরের পানিকৌড়ি টোল প্লাজার কাছে অভিযান চালিয়ে ১৪ কিলোরও বেশি সোনা উদ্ধার করলো ডিআরআই।ঘটনায় গ্রেফতার এক মহিলা এবং এক ব্যক্তি।ধৃতদের নাম মার্ক চিংসিয়ানপাউয়া এবং লিয়ানগাইলুনি।দুজনই মিজোরামের বাসিন্দা।
জানা গিয়েছে, মিজোরাম থেকে অসম হয়ে শিলিগুড়ির দিকে আসছিল একটি চারচাকা গাড়ি।কলকাতা যাওয়ার উদ্দেশ্য ছিল।সেই গাড়িতে সোনা পাচার হচ্ছে গোপন সূত্রের এই খবর পেয়ে ফাটাপুকুরের পানিকৌড়ি টোল প্লাজার কাছে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় ডিআরআই।গাড়িটি সেখানে পৌছতেই আটক করা হয়।তল্লাশি চালিয়ে গাড়ির বিশেষ চেম্বার থেকে ১৪ কিলোর বেশি সোনা উদ্ধার হয়।সোনার কোন বৈধ নথী দেখাতে না পারায় সোনা সহ দুজনকে গ্রেফতার করে ডিআরআই আধিকারিকেরা।
এই বিষয়ে ডিআরআই পক্ষের আইনজীবী ত্রিদীপ সাহা বলেন, ডিআরআই বিশেষ অভিযান চালিয়ে ১৩ পিস সোনা উদ্ধার করেছে।যার বাজারমূল্য ৮ কোটি টাকার বেশি।সোনা শিলিগুড়ি হয়ে কলকাতায় পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।