ফাঁসিদেওয়া,১৬ মেঃ পিকআপ ভ্যানে করে বিয়ে বাড়িতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত মঙ্গলা কিস্কুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ ও ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দূর্গা মূর্মূ। এদিন দুপক্ষই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।
প্রসঙ্গত, বুধবার ফাঁসিদেওয়ার কান্তিভিটা এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি পিকআপ ভ্যান। ঘটনায় মৃত্যু হয় তিনজনের। আহত হন ২৮জন।
ফাঁসিদেওয়ার হেলাগছ থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপ ভ্যানটি।ফাঁসিদেওয়ার কান্তিভিটায় ট্রাককে পাশ কাটিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী পিকআপ ভ্যানটি।
এদিন বিজেপি বিধায়ক দূর্গা মূর্মূ জানান, বাঁকুড়া থেকে এসেই মেডিক্যাল কলেজে ভর্তি আহতদের ও মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলাম। চিকিৎসা সেবা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে।
অন্যদিকে পাপিয়া ঘোষ জানান, ইতিমধ্যে হেল্প ডেস্ক করা হয়েছে। আহতদের পরিবারের সদস্যদের সবরকম সহযোগিতা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জী বিষয়টি নজরে রাখছেন।