আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ।ভারতীয় সময় সন্ধ্যে ৭টা নাগাদ কাতারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে।জমকালো এই অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে কাতার।এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর।
রবিবার সকালে কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী।অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কাতারে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন উপরাষ্ট্রপতি এমনটাই সূত্রের খবর।