রাজগঞ্জ, ১২ সেপ্টেম্বরঃ ফুলবাড়ি সীমান্ত চেকপোস্টের বাংলাবান্ধা পার্কিংয়ে চাল বোঝাই ট্রাকে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।ঘটনায় আহত ১।আহত চালকের নাম জগবন্ধু রায়।তার বাড়ি সোনাপুর এলাকায়।
জানা গিয়েছে, ভারত থেকে চাল নিয়ে ট্রাকটি বাংলাবান্ধা পার্কিংয়ে দাঁড়িয়েছিল।সেই ট্রাকে রান্না করতে গেলে হঠাৎই আগুন লেগে যায়।ঘটনায় ট্রাকের চালক আহত হন।ঘটনার পর আহত ট্রাক চালককে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভঙ্কর নস্কর বলেন, শুক্রবার ট্রাকটি ভারত থেকে চাল নিয়ে বাংলাদেশে যায়।ট্রাক থেকে চাল খালি করার জন্য বাংলাবান্ধা পার্কিংয়ে দাঁড়িয়েছিল ট্রাকটি।এদিন দুপুর ১২ টা নাগাদ চালক ট্রাকের কেবিনে স্টোভে রান্না করার সময় কেবিনে আগুন লেগে যায়।আগুনে চালকের শরীরের কিছু অংশ পুড়ে যায়।