শিলিগুড়ি, ১৪ এপ্রিলঃ দুঃস্থ ও খুদে খেলোয়াড়দের সুবিধার্থে বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করলো শিলিগুড়ির দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন।
শিলিগুড়ির দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়নের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রবিবার তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে বার পুজো করা হয়।এরপর দুঃস্থ ও খুদে খেলোয়াড়দের নিয়ে সাব জুনিয়র ফুটবল প্রশিক্ষণ শিবির শুরু হয়।অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৭ বছর বয়সী খেলোয়াড়রদের এই ফুটবল প্রশিক্ষণ দেওয়া হবে।এই শিবিরের নাম দেওয়া হয়েছে দেশবন্ধু তরাই মর্নিং কোচিং ক্যাম্প।এছাড়াও এদিন সারা বছর খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়দের সংবর্ধনা এবং ট্রফি তুলে দেওয়া হয়।
এদিন ক্লাব সদস্য অনুপ বসু বলেন, এই প্রশিক্ষণ শিবিরটি করার বহুদিন থেকেই পরিকল্পনা ছিল।শেষমেষ তা শুরু করতে পেরে খুশি।