শিলিগুড়ি,১২ জানুয়ারিঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে আয়োজিত হল কমিশনার’স কাপ ওমেন ফুটবল টুর্নামেন্ট-২০২৩।এই কমিশনার কাপ’এ ১৬টি দল অংশ নেয়।গত ৭ জানুয়ারি শুরু হয়েছিল এই কমিশনার কাপ।
বৃহস্পতিবার কমিশনার’স কাপ ওমেন ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা হয়।ফাইনালে অংশ নেয় ফাঁসিদেওয়ার মোতি স্পোর্টিং ক্লাব ও নকশালবারির রথখোলা ফুটবল অ্যাকাডেমি।১-০ গোলে রথখোলা ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে জয়ী হয় ফাঁসিদেওয়ার মোতি স্পোর্টিং ক্লাব।
নর্থ বেঙ্গল আইজি মনোজ কুমার বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।অন্যদিকে প্রতিযোগিতায় দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী খেলোয়াড়দের সাইকেল দেওয়া হয়।এদিন ফাইনাল টুর্নামেন্টে পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।