ফুটপাতে কাটছে দিন তাদের, আশায় থাকেন খাবারের

শিলিগুড়িঃ কাজ নেই, টাকাও নেই। শহরের ফুটপাতেই দিন কাটছে বহু মানুষের। পুলিশ ও বিভিন্ন সংগঠনের দেওয়া খাবারই এখন ভরসা সেইসব মানুষের।


শিলিগুড়ির হাশমি চক থেকে শুরু করে হিলকার্ট রোড জুড়ে রাস্তার পাশে ফুটপাতে রোজই বসে থাকেন প্রচুর মানুষ। কেউ থাকেন খাবারের আশায়, কেউ আবার আর্থিক সাহায্যের আশায়। তেমনই একজন সরবালা বর্মণ। ঝঙ্কার মোড়ের বাসিন্দা। বাড়িতে একাই থাকেন। পেশায় দিনমজুর। কিন্তু লকডাউনে এখন আর কাজ নেই। সঞ্চয়ও শেষ। এই অবস্থায় রোজ হিলকার্ট রোডে ফুটপাতেই বসে থাকেন। আশায় কখন কোনো সংগঠনের সদস্যরা এসে খাবার দেবেন। কিন্তু একবেলা খাবার মিললেও অন্যবেলা না খেয়েই কাটাতে হয়। তাই তৈরি খাবার পেলেও এখন সরবালা বর্মণের মতো অনেকেই চাল ডাল পাওয়ার আশায় রয়েছেন। আর সরবালা দেবীর মতো অনেকেই সামান্য খাবারের জন্য দিনভর বসে থাকেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *