পথ দুর্ঘটনার হাত থেকে বন্যপ্রাণীদের বাঁচাতে সচেতনাতামূলক প্রচার

শিলিগুড়ি,২০ মেঃ পথ দুর্ঘটনার হাত থেকে বন্যপ্রাণীদের বাঁচাতে সচেতনাতামূলক প্রচার চালালো বাগডোগরা বনদপ্তর,বাগডোগরা ট্রাফিক পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।  


শনিবার নকশালবাড়ির অটল থেকে বাগডোগরা পর্যন্ত রাস্তায় গাড়ির গতি ৪০ কিলোমিটার ধার্য করা হয়। এদিন বাগডোগরা বনবিভাগ ও ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসবী সংগঠনের সদস্যরা জাতীয় সড়কে চলাচলকারীদের সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি পালন করার আবেদন জানান।

বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সমীরণ রাজ বলেন, এশিয়ান হাইওয়ে-২ সড়কের মধ্যে ৬টি পয়েন্টে বন্যপ্রাণ ও মানুষের সংঘর্ষের ঘটনা ঘটে। ৪০ কিলোমিটার গতির মধ্যে যানবাহন চালিয়ে এই দৌরাত্ম্য ও দূর্ঘটনা বন্ধ করতে হবে। সকলের সহযোগিতায় দূর্ঘটনা যেমন কমবে তেমনি বন্যপ্রাণ সুস্থ ও সুন্দর থাকবে‌। পাশাপাশি বনবিভাগ ও ট্রাফিকের উদ্যোগকে সাধুবাদ জানান যান চলাচলকারীরা। আগামী দিনেও এই ধরনের সচেতনতা বৃদ্ধি করা হবে বলে বনবিভাগ সূত্রে জানা গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *