এক ফোনকলেই মিলবে পরিষেবা, শিলিগুড়িতে চালু হল ১৮ টি ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা  

শিলিগুড়ি, ২৩ মেঃ করোনা পরিস্থিতিতে চালু হলো বিনামূল্যে ১৮ টি অ্যাম্বুলেন্স পরিষেবা।


রবিবার প্রধাননগর থানা অন্তর্গত শ্রমিক ভবনে অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করা হয়।উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি এর উত্তরবঙ্গের কো-অর্ডিনেটর অলোক চক্রবর্তী, শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত, ডঃ অনির্বাণ রায় সহ আরও অনেকে।

মূলত ১৮টি লাক্সারি গাড়িকে এইমুহূর্তে অ্যাম্বুলেন্সে পরিণত করা হয়েছে।শহরে বিভিন্ন সময় অভিযোগ উঠে আসে যে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না অথবা অতিরিক্ত ভাড়া দাবি করছেন অ্যাম্বুলেন্স চালকেরা।যার ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।এই অবস্থায় এক ফোনকলেই এবার বাড়ির সামনে হাজির হয়ে যাবে অ্যাম্বুলেন্স, তাও আবার পরিষেবা পাওয়া যাবে বিনামূল্যে।২৪ ঘন্টাই পরিষেবা দেবেন তারা। ৯০৬৪৪৫২৪৩৪, ৭৮৭২৩৪৫৮৬১, ৭৫৮৬০৪২৮৮৮, ৮১০১৭৭২৮৮২ এই নম্বরগুলিতে ফোন করলেই মিলবে পরিষেবা।


অলোক চক্রবর্তী জানান, সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জীর অনুপ্রেরণায় এবং স্থানীয় প্রশাসন ও পুরনিগমের উদ্যোগে এই কর্মসূচী গ্রহন করা হয়েছে।শ্রমিক ভবনের অফিস থেকেই গোটা বিষয়টির ওপর নজর রাখা হবে।২৪ ঘন্টা পরিষেবা দেওয়ার কারনে অ্যাম্বুলেন্স চালকেরা বাড়ি যেতে পারবেন না, তাই তাদের প্রতি শহরবাসীকে সহানুভূতিশীল হওয়ার আর্জি রাখেন তিনি।এদিন পুরনিগমের তরফে অ্যাম্বুলেন্স চালকদের হাতে পিপিই কিট ও মাস্ক তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *