ফুলবাড়ি ব্যারেজ থেকে উদ্ধার হল নিখোঁজ যুবকের মৃতদেহ

শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ অবশেষে ফুলবাড়ি ব্যারেজ থেকে উদ্ধার হল নিখোঁজ যুবকের মৃতদেহ।মৃতের নাম আইবুল ইসলাম।


উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারী নিখোঁজ হয় ফুলবাড়ির পশ্চিম ধনতলার বাসিন্দা যুবক আইবুল ইসলাম।যুবক একটি পেট্রোল পাম্পে কর্মরত ছিল।নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও খোঁজ না পেয়ে এনজেপি থানায় নিখোজ সংক্রান্ত অভিযাগ করে তার পরিবার।এরপর ফুলবাড়ি ব্যারেজের লকগেট থেকে যুবকের জুতো উদ্ধার হয়।তাতেই সন্দেহ বাড়ে পুলিশের।এরপর শুরু হয় বিপর্যয় মোকাবিলার দলকে নিয়ে যুবকের খোজ।

অবশেষে আজ ফুলবাড়ি ব্যারেজ থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ।দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।


পরিবারের পক্ষ থেকে মৃতের কাকা আনোয়ার হোসেন জানান, আইবুলের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল।সেই কারণে মৃত্যু কিনা তা বুঝতে পারছি না।পুলিশ তদন্ত করছে।

গোটা ঘটনার তদন্ত করছে এনজেপি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *