খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করল ফুলবাড়ি বটতলা পুজা কমিটি  

রাজগঞ্জ, ১ জুলাইঃ  খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করল ফুলবাড়ি বটতলা পুজা কমিটি।এবার তাদের থিম ” গৌরি এল, দেখে যা লো’।এবারে তাদের পুজো ৪৪তম বর্ষে পদার্পণ করছে।


করোনা আবহে কাটিয়ে আবার বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন ক্লাব।পিছয়ে নেই শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি বটতলা পুজা কমিটি।দীর্ঘ কয়েক বছর ধরে বিগ বাজাটের থিম পুজো করে আসছে এই পুজা কমিটি।শিলিগুড়ি শহরতলী বা রাজগঞ্জ ব্লকের মধ্যে বিগ বাজেটের পুজো করেন তারা।থিম মন্ডপের পাশাপাশি থাকছে কলকাতার কুমোরটুলির দুর্গা মূর্তি ও আলোকসজ্জা।

এই বিষয়ে বটতলা পূজা কমিটির সদ্যস আশিস প্রামাণিক জানান, এবছর আমাদের দূর্গা পূজা ৪৪ তম বছরে পদার্পণ করছে।করোনার জন্য দুবছর জাঁকজমকভাবে পুজো না করা গেলেও এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় আমরা আবার থিম প্যান্ডেল করছি।প্রায় ১৫ লক্ষ টাকা বাজেট রাখা হয়েছে।কুমোরটুলির প্রতিমা ও চন্দননগরের আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।আশা রাখছি প্রতিবছরের মত শহরতলীর পাশাপাশি বিভিন্ন গ্রামের প্রচুর দর্শনার্থী এবার পুজো দেখতে আসবেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMarsbahis YeniMeritking Giriş