সিমবক্স ব্যবহার করে অপরাধমূলক কার্যকলাপ! জটিয়াকালির সিমবক্স কান্ডে গ্রেফতার আরও ২  

ফুলবাড়ি, ২২ মেঃ জটিয়াকালির সিমবক্স কান্ডে আরও দুজনকে গ্রেফতার করলো শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্ট।মঙ্গলবার দুজনকে গ্রেফতার করা হয়।ধৃতরা হল ফুলবাড়ির রাজু রায়(২৭) ও শিলিগুড়ির দয়াল বর্মন(৪৬)।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজন সাধারণ মানুষের আধার কার্ড নিয়ে অবৈধভাবে সিম কার্ড চালু করে সেটিকে সরবরাহ করতো সাব্বির আলীর দোকানে।

উল্লেখ্য, ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালি এলাকায় এক দোকানে অবৈধভাবে আধার কার্ড, ভোটার কার্ড সহ বিভিন্ন অবৈধ কাজ করা হয় বলে খবর ছিল পুলিশের কাছে।সেই সূত্রের ভিত্তিতে চলতি মাসের ১৬ই মে অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ(SOG), ডিটেকটিভ ডিপার্টমেন্ট (DD) ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।জটিয়াকালী মোড়ে সাব্বির আলির দোকানে তলাশি চালাতেই অভিযানকারীদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। ওই যুবকের দোকান থেকে উদ্ধার হয় তিনটি সিমবক্স। বেশকিছু সিম, রাউটার, কম্পিউটার সহ বেশকিছু নথি।


জানা যায়, সিম বক্স ব্যবহার বিভিন্ন অপরাধমূলক কাজ চালানো হচ্ছিল।এই সিম বক্স ব্যবহার করে ফোন করলে সেই ফোন নম্বরের হদিশ করা সম্ভব হয় না। বেশিরভাগ অপরাধমূলক কার্যকলাপে, ইন্টারন্যাশনাল কলের কাজে এই ধরনের সিম বক্স কেই ব্যবহার করা হয়ে থাকে। এই ঘটনায় দোকানদার সাব্বির আলীকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে পেশ করে পুলিশি রিমান্ডে নেওয়া হয়।

পুলিশের জেরায় দুই সিম সরবরাহকারির নাম সামনে আসে।এরপরই মঙ্গলবার দুজনকে গ্রেফতার করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট।ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom giriş