জাতীয় সড়কে টোটো চালানোর দাবিতে ফুলবাড়িতে সভার আয়োজন  

রাজগঞ্জ, ৬ জানুয়ারিঃ জাতীয় সড়কে টোটো চালানোর দাবিতে একজোট হয়েছেন ফুলবাড়ি ১ ও ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালকেরা।বুধবার ফুলবাড়ির মার্ডার মোড়ে ফুলবাড়ি ২ নম্বর টোটো ইউনিয়নের তরফে আইএনটিটিইউসি’র শ্রমিক সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে একটি সভার আয়োজন করা হয়।


টোটো চালকরা জানান, আমরা টোটো নিয়ে রাস্তায় বেরোতে পারছিনা।নৌকাঘাট,তিনবাত্তি গেলে পুলিশ আমাদের আটকে দিচ্ছে।আমাদের টোটো চালিয়ে সংসার চলে।এখন টোটো চালাতে না পারলে না খেয়ে মরতে হবে।তাই প্রশাসনের কাছে আবেদন রাখছি যাতে আমরা টোটো চালাতে পারি সেই ব্যবস্থা করে দেওয়া হোক।

এই বিষয়ে ডাবগ্রাম ফুলবাড়ির আইএনটিটিইউসির ব্লক সভাপতি সুকান্ত কর বলেন, ফুলবাড়ি ১ এবং ২  এলাকায় কয়েক হাজার টোটো চলাচল করে।সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় সড়কে টোটো চলাচলে বন্ধ করে দেওয়া হয়েছে।এতদিন থেকে তারা যে রাস্তা দিয়ে টোটো চলাচল করছে, সেই সেই রাস্তা দিয়ে টোটো চালানোর দাবিতে তারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করবেন।তিনি আরও বলেন, এই বিষয়ে আমারা পর্যটন মন্ত্রী ও পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি।আমারা টোটো চালকদের পাশে সবসময় রয়েছি।জাতীয় সড়ক দিয়ে টোটো চলতে না পারলে আমার বৃহত্তর আন্দোলনে নামব।


এদিনের সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ি ২ নম্বর অঞ্চল সভাপতি রবিউল করিম, ফুলবাড়ি ১নম্বর অঞ্চল সভাপতি তপন সিংহ, ফুলবাড়ি আইএনটিটিইউসির কনভেনর মহম্মদ সেলিম ও টোটো চালকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *