আগামীকাল ফুলবাড়িতে সভা মুখ্যমন্ত্রীর, সভাস্থল পরিদর্শনে রাজগঞ্জের বিধায়ক

শিলিগুড়ি, ২৮ জানুয়ারিঃ উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আগামীকাল ফুলবাড়িতে ভিডিওকনের মাঠে সভা করবেন।মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।রবিবার সভাস্থল পরিদর্শন করলেন রাজগঞ্জের বিধায়ক সহ জেলা নেতৃত্বরা।


আজই উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আগামীকাল উত্তরকন্যার সামনে ফুলবাড়ীর ভিডিওকন মাঠে সভা করবেন।সেখানে ৫০০০ হাজারের অধিক  চা শ্রমিকদের হাতে পাট্টা প্রদান করবেন।পাশাপাশি চা সুন্দরী প্রকল্প প্রদান করা হবে।

আজ সেই মাঠ পরিদর্শন করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ, ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশীষ প্রামাণিক সহ অন্যান্যরা।সমস্ত দিক খতিয়ে দেখেন তারা।


এদিন পরিদর্শন শেষে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ফুলবাড়িতে সভা করবেন।সেই মাঠের ব্যবস্থা খতিয়ে দেখতে এসেছি।সভা থেকে কয়েক হাজার মানুষকে জমির পাট্টা প্রদান করবেন তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *