ফুলবাড়িতে ট্রাফিক বুথ চালু হতেই উঠে গেল অবৈধ পার্কিং, স্বস্তিতে স্থানীয়রা

রাজগঞ্জ, ২৭ ফেব্রুয়ারিঃ ফুলবাড়িতে ট্রাফিক বুথ চালু হতেই উঠে গেল অবৈধ পার্কিং।স্বস্তি পেলেন এলাকার বাসিন্দা থেকে পর্যটকরা।যানজট মুক্ত সড়ক বজায় থাকুক এমনটাই চাইছেন সকলে।


ফুলবাড়ি মোড় থেকে সীমান্ত চেকপোস্ট পর্যন্ত ৪ লেনের এশিয়ান হাইওয়ে ২ মহাসড়কে পণ্যবোঝাই ট্রাকের অবৈধ পার্কিংয়ের জন্য যানজট লেগেই থাকতো।প্রসাশনের বারবার হুঁশিয়ারি ও পুলিশের অভিযানের পরও সুফল মেলেনি।অবশেষে কয়েকদিন আগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ফুলবাড়ি মোড়ে ট্রাফিক বুথ করা হয়।উদ্বোধনের দিন পুলিশ কমিশনার গৌরব শর্মা নিজে ওই এলাকা পরিদর্শন করে ট্রাকের চালক, মালিক ও ওই ব্যবসায়ীদের এশিয়ান হাইওয়ে ২ – তে  অবৈধ পার্কিং না করার জন্য সতর্ক করেন।সেদিন থেকে উঠে যায় অবৈধ পার্কিং।

এলাকার বাসিন্দারা বলেন, গোটা রাস্তা জুড়ে অবৈধ পার্কিংয়ের জন্য নাজেহাল হতে হতো।এখন যানজট না থাকায় তারা খুশি।তবে এই অবস্থা যেন বজায় থাকে, সে ব্যাপারে পুলিশের নজরদারি দরকার।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *