শিলিগুড়ি,১৬ মার্চঃ নিরাপত্তারক্ষীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়িতে।মৃতের নাম দীপঙ্কর দাস।বাড়ি কোচবিহারের ফালাকাটা এলাকায়।একটি বেসরকারি সিকিউরিটি সংস্থার তত্ত্বাবধানে ফুলবাড়ি ২ নম্বর অঞ্চলের লক্ষীজোত এলাকায় একটি ফাঁকা জমি দেখাশোনার কাজ করতেন দীপঙ্কর দাস।
বুধবার রাতে সেখান থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে এনজেপি থানার পুলিশ।মৃতের শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
মৃতের পরিবার সূত্রে খবর, বুধবার রাতে দীপঙ্কর বাবুকে বেশ কয়েকবার ফোন করে পাওয়া না গেলে তারা সিকিউরিটি এজেন্সিকে ফোন করেন।এরপর এজেন্সির সদস্যরা লক্ষীজোতে কর্মস্থলে যান।সেখানে দীপঙ্কর বাবুর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তারা।তৎক্ষণাৎ ঘটনার খবর দেওয়া হয় পুলিশে।ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ।