রাজগঞ্জ,২০ জুলাইঃ স্কুল থেকে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে চতুর্থ শ্রেণীর ছাত্রী।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ এলাকায়।আহত ছাত্রীর নাম সুস্মিতা বর্মণ।বাড়ি চতুরাগছ সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল ছাত্রী।সেইসময় পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রীকে ধাক্কা মারে।ঘটনায় রাস্তার পাশে ছিটকে পড়ে ছাত্রী।আশঙ্কাজনক অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যায় এনজেপি থানার পুলিশ।