রাজগঞ্জ,২১ অক্টোবরঃ ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃনমুল কংগ্রেসে কমিটির উদ্যোগে ফুলবাড়িতে বিজয়া সম্মিলনীর আয়োজন।শুক্রবার ফুলবাড়ির সুরভি ভবনে এই বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃনমুলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, রাজ্য তৃনমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডঃ অলোক দাস,ত্রিপুরা তৃণমূলের পর্যবেক্ষক রাজীব ব্যানার্জি,শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, তৃনমুল কংগ্রেসে জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ, জলপাইগুড়ি জেলার আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকড়া, জলপাইগুড়ি জেলা পরিষদের সহ-সভাধিপতি দুলাল দেবনাথ, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক সহ স্থানীয় নেতৃত্বরা।