রাজ্য সরকারের উদ্যোগে ফুলবাড়িতে উদ্বোধন হতে চলেছে দমকল কেন্দ্রের

শিলিগুড়ি,১৪ ডিসেম্বরঃ রাজ্য সরকারের উদ্যোগে ফুলবাড়িতে উদ্বোধন হতে চলেছে দমকল কেন্দ্রের।


জানা গিয়েছে, ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার টি পার্কের সামনে রাজ্য সরকারের উদ্যোগে উদ্বোধন হতে চলেছে এই দমকল কেন্দ্রের।বহুদিন ধরেই ফুলবাড়ি ১  এবং ফুলবাড়ি ২  নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দাবী ছিল এলাকায় একটি দমকল কেন্দ্রের।কিছুদিন আগেই ডাবগ্রাম ১ এবং ২নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের কথা ভেবে শালুগাড়াতে একটি দমকল কেন্দ্র স্থাপন করেছিল রাজ্য সরকার।

এবার প্রত্যাশা পূরণ হলো ফুলবাড়ি ১ এবং ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের।মঙ্গলবার জলপাইগুড়ি থেকেই এই দমকল কেন্দ্রের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişJOJOBETjojobet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom canlı casinocasinobahis