তুফানগঞ্জে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান, নষ্ট করা হল ২০ বিঘা জমিতে গাঁজার চাষ

কোচবিহার, ১২ নভেম্বরঃ অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালালো তুফানগঞ্জ থানার পুলিশ ও আবগারি দপ্তর।রবিবার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙ্গা, সেনপাড়া সহ বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান চালায় তুফানগঞ্জ থানার পুলিশ ও আবগারি দপ্তর।


জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ২০ বিঘা গাঁজা চাষ নষ্ট করে পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা।

এই বিষয়ে আবগারি দপ্তরের কর্তব্যরত আধিকারিক সিজু বর্মন বলেন, আজ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায় অবৈধভাবে বাড়ির উঠোন ও কৃষি জমিতে চাষ করা গাঁজার গাছ নষ্ট করা হয়েছে।প্রতিনিয়ত পুলিশ ও আবগারি দপ্তরের পক্ষ থেকে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel giriş