শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ পাঁচশো টাকার বিনিময়ে গাঁজা পাচার করতে গিয়ে গ্রেফতার এক মহিলা।ধৃতের নাম সোনামুনি দাস।দিনহাটার বাসিন্দা।ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ভক্তিনগর ট্রাফিক গার্ডের কাছ থেকে গাঁজা সহ মহিলাকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, এদিন ৫০০ টাকার বিনিময়ে সোনামুনি দাসকে গাঁজা পাচারের কথা বলে কেউ।সেই টাকার লোভে গাঁজা ভর্তি ব্যাগ নিয়ে অপেক্ষা করছিল সে।তা দেখে সন্দেহ হয় ভক্তিনগর ট্রাফিক পুলিশের।এরপর খবর দেওয়া হয় থানায়।খবর পেয়েই পুলিশ পৌঁছে সন্দেহের ভিত্তিতে মহিলার তল্লাশি নেওয়া হয়।উদ্ধার হয় ১৮ কেজি ১০০ গ্রাম গাঁজা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার কাছ থেকে মোট ১৮ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আগামীকাল তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।এই চক্রে আরও কারা সামিল রয়েছে তাঁর তদন্ত শুরু করেছে পুলিশ।