বাগডোগরা, ২ মেঃ বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার ১।ধৃতের নাম রাজু সরকার।অসমের নবগাঁও জেলার বাসিন্দা।
জানা গিয়েছে, কোচবিহার থেকে কলকাতাগামী বাসে করে গাঁজা পাচারের উদ্দেশ্যে ছিল যুবক।বাগডোগরার বিহার মোড়ে অভিযান চালিয়ে ৫২কেজি ৬০০গ্রাম গাঁজা সহ পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।ধৃত যুবককে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গাঁজা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।