গজলডোবা, ৪ নভেম্বরঃ গাজলডোবা যাওয়ার পথে রাস্তায় হাতি।হাতি দেখতে পেয়ে খুশি পথ চলতি মানুষ থেকে পর্যটকেরা।
শনিবার বিকেলে গজলডোবা যাবার রাস্তায় হঠাৎই বৈকন্ঠপুর জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে। রাস্তায় সেই হাতিকে দেখতে পেয়ে গাড়ি দাড় করিয়ে ছবি তুলতে দেখা যায় পর্যটক ও পথ চলতি মানুষদের।
এই বিষয়ে পাপাই দে সরকার জানায়, গজোলডোবা থেকে আমবাড়ি যাচ্ছিলাম। হঠাৎ দেখি জঙ্গল থেকে রাস্তার দিকে আসছে একটি হাতি।হাতি দেখে ভালো লাগছে।এভাবে হাতি দেখতে পাবো ভাবতে পারিনি।