শিলিগুড়ি,১৯ আগস্টঃ আগামী ২২ আগস্ট গণেশ পুজো।প্রতিবছর শিলিগুড়ি শহরজুড়ে ধুমধামের সঙ্গে এই পুজো হতো। আলোর রোশনাইএ সেজে উঠত শহর, প্যান্ডেলে প্যান্ডেলে জমতো ভিড়।
তবে এবছর করোনা মহামারীর জেরে ছোটো করেই পালিত হচ্ছে বিধান মার্কেট অটোস্ট্যান্ডের বিগবাজেটের পুজো, বেশকিছু পুজো বাতিলও হয়ে গিয়েছে। বাজারে মূর্তির দোকানেও প্রতিবারের তুলনায় মূর্তির সংখ্যা অনেক কম। সাধারণ মানুষও জানাচ্ছেন প্রতিবারের মত আনন্দ এবছর আর হবেনা, তাতে মনখারাপ তো হবেই তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে সমস্ত নিয়মবিধি মেনেই চলতে হবে।