শিলিগুড়ি, ১৩ মার্চঃ চারচাকা গাড়ি চুরি করে পাচারের আগে গ্রেফতার হল ১ ব্যক্তি।ধৃতের নাম সৌরভ গুরুং।দার্জিলিঙের বাসিন্দা।
জানা গিয়েছে, গত ১০ মার্চ এনজেপি স্টেশন থেকে একটি চারচাকা গাড়ি চুরি হয়।ঘটনার পর এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন সেই গাড়ির মালিক।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ফুলবাড়ির টোল গেট থেকে চুরি যাওয়া গাড়ি সহ ব্যক্তিকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।তবে তার আগেই গাড়ি সহ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।