নকশালবাড়ি, ৩১ জানুয়ারিঃ নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তে পাচারের আগে ৩টি গরু সহ গ্রেফতার এক যুবক।
জানা গিয়েছে, নকশালবাড়ির বড়মনিরাম জোত এসএসবি’র ৮ নম্বর ব্যাটেলিয়ান গরু সহ যুবককে আটক করে।এসএসবি সূত্রে খবর, নেপাল থেকে ভারতে আসার সময় কোনো বৈধ নথী দেখাতে পারেনি যুবক।এরপরই তাকে গ্রেফতার করে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ধৃতের নাম মহম্মদ নজরুল।
ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।