শিলিগুড়ি,৬ আগস্টঃ কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা প্রকল্পে গ্যাস সিলিন্ডার দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে একটি গ্যাস সরবরাহ সংস্থার তিন কর্মীকে আটক করল পুলিশ। শনিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের রামঘাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংস্থার তিন কর্মী গত কয়েকদিন ধরে রামঘাট এলাকায় উজ্জ্বলা প্রকল্পের গ্যাস সিলিন্ডার দেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে ৮৫০ টাকা করে নেয়। আজও গ্যাস সিলিন্ডার দিতে এসে টাকার দাবি করে অভিযুক্তরা। এরপরই এলাকাবাসীরা তিনজনকে আটকে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের ধরে থানায় নিয়ে যায় পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।