শিলিগুড়ি, ১২ অক্টোম্বরঃ আর কয়েকদিনের অপেক্ষা কালী পুজোর।ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে শিলিগুড়ির বিভিন্ন ক্লাব।খুঁটি পুজোর মধ্য দিয়ে কালী পুজোর প্রস্তুতি শুরু করলো গেট বাজার ইয়ুথ ক্লাব।সুবর্ণ জয়ন্তী বর্ষে গেট বাজার ইয়ুথ ক্লাবের এবারের পুজোর থিম ‘প্রার্থনা’।
করোনা পরিস্থিতির কারণে গত দুবছর সেভাবে পুজো করতে পারেনি গেট বাজার ইয়ুথ ক্লাব।এবারে তাদের পুজো ৫০ বছরে পদার্পণ করছে।প্রার্থনা থিমের মধ্য দিয়ে এবারে পুজো করছেন তারা।আজ খুঁটি পুজো করে মন্ডপ তৈরির কাজ শুরু করলেন তারা।
পুজো কমিটির সম্পাদক সুব্রত সেন জানান,করোনা সময়কালে প্রায় দুবছর মানুষ গৃহবন্দি ছিল।সেইসময় করোনার হাত থেকে মুক্তি পেতে ভগবানের কাছে প্রার্থনা ছাড়া কিছু করার ছিল না।সেই ভাবনাকেই এবার প্যান্ডেলের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করা হবে বলে জানান তিনি।