হাতির হানায় ভাঙল ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা

রাজগঞ্জ, ৪ জানুয়ারিঃ হাতির আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পেল চারটি প্রাণ। ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে রাজগঞ্জের আমবাড়ির গোকুলভিটা গ্রামে।


জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বৈকুন্ঠপুর জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি গোকুলভিটা গ্রামে এসে তান্ডব চালায়। ওই গ্রামের নিটালু রায়ের পরিবারের সদস্যরা দুটি ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘড় ভাঙার আওয়াজ শুনে তাদের ঘুম ভেঙ্গে যায়। তখন বুঝতে পারেন বাড়িতে হাতি ঢুকেছে। তারা কোনরকমে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচেন।যদিও দুটি ঘর, খাট ও আলমারি সহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে ফেলে দাঁতাল হাতিটি। এছাড়াও ঘরে থাকা চাল-ডাল সহ খাদ্য সামগ্রী খেয়ে লন্ডভন্ড করে ফেলে। অনেকক্ষণ এভাবে তান্ডব চালানোর পর হাতিটি বৈকুন্ঠপুর জঙ্গলে ফিরে যায়। এই ঘটনায় দিনমজুর নিটালু রায়ের পরিবার দিশেহারা হয়ে পড়েছে। বনদপ্তরের আধিকারিকেরা এসে ঘটনার তদন্তের পাশাপাশি পরিবারটিকে সাহায্যের আশ্বাস দেন। 

এলাকার পঞ্চায়েত সদস্যার স্বামী বাবলু রায় বলেন, রাতেই হাতি আসার খবর পেয়েছিলাম। সকালে এসে দেখতে পেলাম নিটালু রায়ের ঘর ভেঙ্গে ফেলেছে। খুব দুঃস্থ পরিবার। বনদপ্তর থেকে ক্ষতিপূরণ পেলে খুব উপকার হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *