কেন্দ্রের নতুন আইনের প্রতিবাদে শিলিগুড়িতে আন্দোলনে নামলেন গাড়ি চালকেরা

শিলিগুড়ি,৩ জানুয়ারিঃ বুধবার শিলিগুড়িতে আন্দোলনে নামলেন গাড়ি চালকেরা।এদিন গাড়ি চলাচল বন্ধ রেখে আন্দোলনে শামিল হন শিলিগুড়ি  ইন্ডিয়ান ওয়েলের  গাড়ি চালকেরা।   


উল্লেখ্য, চালকদের দ্বারা দুর্ঘটনায় কারোর মৃত্যু হলে ১০ বছরের কারাদন্ডের পাশাপাশি ৭ লক্ষ টাকা জরিমানা দিতে হবে, এমন আইন লাগু করেছে কেন্দ্রীয় সরকার।১০৬(২) এর এই ধারায় পরিষ্কার ভাবে বলা হয়েছে, কোন গাড়ির চালক যদি স্বইচ্ছায় দুর্ঘটনায় কারোর প্রাণ কেড়ে নেন তাহলে তার ১০ বছরের কারাদণ্ড ও ৭ লক্ষ টাকা জরিমানা করা হবে। চালকদের ওপর এমন আইনের প্রতিবাদে সমগ্র দেশজুড়ে প্রতিবাদের সামিল হয় গাড়ি চালকেরা। পরবর্তীতে গত মঙ্গলবার রাতে কেন্দ্রের এই নতুন আইনের সিদ্ধান্ত বদল হয়। আপাতত স্থগিত  করা হয়েছে এই আইনটি। তবে যেহেতু  আগে থেকেই কর্মসূচি ঘোষণা করা ছিল সেই কারনে বুধবার আন্দোলনে শামিল হন শিলিগুড়ি  ইন্ডিয়ান ওয়েলের  গাড়ি চালকেরা। সিকিম ও নেপালের গাড়ি চালকেরাও উপস্থিত ছিলেন।

যদিও পরে ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষের আবেদনে নেপাল ও সিকিমের চালকেরা গাড়ি চালাতে রাজি হন।তবে নিজেদের আন্দোলন বহাল রাখে এনজেপির চালকেরা। তাদের উর্দ্ধতন নেতৃত্বের নির্দেশেই পরবর্তী সিদ্ধান্তে যাবেন বলে তারা জানান।এদিকে আন্দোলন ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সকাল থেকেই এলাকায় এনজেপি থানার পুলিশ মোতায়েন ছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *