ফুলবাড়ি, ২ জানুয়ারিঃ ৩১ ডিসেম্বর রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ এক যুবক।ঘটনা ঘিরে ঘনাচ্ছে রহস্য। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীজোত এলাকার বাসিন্দা ওই নিখোঁজ যুবকের নাম আকাশ দাস।
বৃহস্পতিবার সকাল থেকে ফুলবাড়ির জোড়াপানি নদীতে যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানা ও বিপর্যয় মোকাবিলা দল।
নিখোঁজ যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩১ শে ডিসেম্বর আকাশের এক বন্ধুর সঙ্গে পার্শ্ববর্তী ঢাকাইয়া বস্তির কয়েকজনের ঝামেলা হয়। সেই রাতে ওই বন্ধু আকাশ ও তার অন্যান্য বন্ধুকে ঢাকাইয়া বস্তিতে ডেকে নেয়। সেখানে গিয়ে তাদের সাথে ফের ঝামেলা হয়। আকাশকে রেখে অন্য বন্ধুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। তারপর থেকে আকাশের আর খোঁজ নেই। গোটা ঘটনা জানিয়ে পরিবারের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আকাশের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে।যদিও এখনও পর্যন্ত আকাশের খোঁজ মেলেনি।
তবে জেরায় পুলিশ জানতে পেরেছে, আকাশ পায়ে চোট পাওয়ায় তাকে ফুলবাড়ির জোড়াপানি নদীর পাশে রেখে গিয়েছিলো বাকিরা।
আকাশের বাবা পেশায় টোটো চালক। আকাশের মা-ও কাজ করেন। বাড়ির তরতাজা যুবকের খোঁজ না পাওয়ায় ভেঙ্গে পড়েছেন পরিবারের সদস্যরা। আকাশের মা অনিতা দাসের অভিযোগ, আকাশকে জোরপূর্বক তার বন্ধুরা ডেকে নিয়ে যায়। ঢাকাইয়া বস্তির কয়েকজনের সঙ্গে তাদের হাতাহাতি হয়। সেখানে পা ভেঙ্গে যায় আকাশের। সেখান থেকে তাড়া খেয়ে আকাশকে ফেলে রেখেই পালিয়ে যায় তার বন্ধুরা। আকাশ নিখোঁজের ঘটনায় তার বন্ধুদের দায়ী করেছেন তার মা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।