বৈশাখে উল্টো চিত্র, ঘন কুয়াশায় ঢেকেছে ধূপগুড়ি

ধূপগুড়ি,৮ মেঃ এই বৈশাখেও ঘন কুয়াশায় ঢাকলো ধূপগুড়ি শহর।অবিশ্বাস্য হলেও এমনই চিত্র ধূপগুড়ি শহর ও তার পার্শ্ববর্তী এলাকার।


বিশেষজ্ঞদের দাবি, লকডাউনে দূষণ অনেকটাই কমেছে।যে কারণে প্রকৃতি ভারসাম্য ফিরে পাওয়াতে এমন উলটপুরান।আর সে কারনেই বৈশাখ মাসে তেমন গরম নেই এবং রাতে ও ভোরের দিকে কুয়াশা পড়ছে।

এদিন সকালে ঘন কুয়াশায় ঢেকেছিল ধূপগুড়ি শহর ও তার আশেপাশের এলাকা।যার জেরে সামান্য দূরে থাকা বস্তুকেও খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছিল না।অন্যদিকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে সমস্ত গাড়িকে।মে মাসে ঘন কুয়াশা দেখে রীতিমত খুশি সাধারণ মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *