‘গোর্খাদের আত্মসম্মানে আঘাত করেছে রাজ্য সরকার’-সাংসদ রাজু বিস্ত

শিলিগুড়ি, ২৯ মেঃ ‘গোর্খাদের আত্মসম্মানে আঘাত করেছে রাজ্য সরকার’- রবিবার রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করতে বাগডোগরা বিমানবন্দরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।


একদিকে জিটিএ নির্বাচন ঘোষণা করেছে রাজ্য সরকার অন্যদিকে নির্বাচনের বিরোধিতা করে আমরণ অনশনে বসেছেন গোর্খা জনমুক্তি মর্চা প্রধান বিমল গুরুং।এই বিষয়ে সাংসদ রাজু বিস্ত বলেন, ‘জিটিএ নির্বাচন ঘোষণা করে তৃণমূল সরকার আরও একবার স্পষ্ট করে দিল যে তারা জনগনের বিরুদ্ধে।বহু বছর দার্জিলিঙে  পঞ্চায়েত নির্বাচন হয়নি।পঞ্চায়েত নির্বাচন না করে জিটিএ নির্বাচনের ঘোষণা করার মানে সাংবিধানিক নির্বাচন না করে অসাংবিধানিক নির্বাচন করা।জিটিএ  নির্বাচন ঘোষনা করে রাজ্য সরকার এটাও স্পষ্ট করে দিচ্ছে যে তারা দার্জিলিং, তরাই, ডুয়ার্স ও গোর্খাদের নিয়ে ভাবেন না।এই নির্বাচন ঘোষণা করে ফের একবার গোর্খাদের আত্মসম্মানে আঘাত করেছে রাজ্য সরকার’।  

এদিন বিমানবন্দর থেকে দার্জিলিঙে বিমল গুরুং এর অনশন মঞ্চে যান সাংসদ রাজু বিস্ত সহ বিজেপি বিধায়কেরা।সেখানে বিমল গুরুংকে অনশন ভেঙে তাদের সাথে রাজ্য সরকারের বিরুদ্ধে একপ্রকার আন্দোলনে নামার আহ্বান জানান সাংসদ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *