‘ঘুম বরাবর ঘুম’ থিম নিয়ে ১২ নভেম্বর পাহাড়ে শুরু হচ্ছে ঘুম উইন্টার ফেস্টিভ্যাল

শিলিগুড়ি,৯ নভেম্বরঃ পর্যটকদের আকর্ষণ বাড়াতে শুরু হতে চলেছে ঘুম উইন্টার ফেস্টিভ্যাল।


ভারতের সর্বোচ্চ রেল স্টেশন ঘুম স্টেশনকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী হয়েছে রেল।২০২১ সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে দার্জিলিং সংলগ্ন ঘুমে শুরু হয়েছিল ঘুম ফেস্টিভ্যাল।সারাও মিলেছিল ব্যাপক।সেই কারণেই এবছরও ঘুম উইন্টার ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।আগামী ১২ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল।যেখানে পাহাড়ি শহরের সংস্কৃতি,শিল্প সহ আরও বিভিন্ন জিনিস তুলে ধরা হবে।

বুধবার ঘুম উইন্টার ফেস্টিভ্যালের লোগোর উদ্বোধন করেন কাটিহার ডিভিশনের ডিআরএম কর্নেল শুভেন্দু কুমার চৌধুরী।উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় সহ অন্যান্যরা।


ডিআরএম কর্নেল শুভেন্দু কুমার চৌধুরী বলেন, এবছর ফেস্টিভ্যালের থিম ‘ঘুম বরাবর ঘুম’।ফেস্টিভ্যাল উপলক্ষে পর্যটকেরা রাতে টয় ট্রেনের সফর করতে পারবেন।এছাড়াও দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাইরের শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশ নেবেন।এছাড়াও স্থানীয় শিল্প-সংস্কৃতিকে তুলে ধরা হবে ফেস্টিভ্যালে।আমরা আশাবাদী এবছরও প্রচুর পর্যটক এই ফেস্টিভ্যালে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO