শিলিগুড়ি, ২৮ জুনঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বৈঠক রাজ্যপালের।তবে বৈঠকের আগে উপাচার্যদের ও রাজ্যপালকে গো ব্যাক স্লোগান তৃণমূল ছাত্র পরিষদের।
এদিন রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের ঢোকার আগেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।এরপর রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের গো ব্যাক স্লোগান দেওয়া হয়।
তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, অবৈধভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে।এরপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সেই উপাচার্যদের সঙ্গে অবৈধভাবে বৈঠক চলছে।এর প্রতিবাদেই আজ বিক্ষোভে সামিল হয়েছেন বলে জানান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।