হরেক রঙের গোলাপ ফুলে সেজে উঠেছে রাজগঞ্জ থানা চত্বর, সৌন্দর্যায়ন ও পরিচ্ছন্নতার বার্তা দিচ্ছেন পুলিশকর্মীরা

রাজগঞ্জ, ৮ জানুয়ারিঃ ২৫ রকমের গোলাপ ফুলে ভরে উঠেছে রাজগঞ্জ থানা চত্বর।যেখানে অন্যান্য থানায় দেখা যায় দুর্ঘটনাগ্রস্থ গাড়ি সহ নানা জিনিসের স্তুপ।সেই জায়গায় অন্যরকম ছবি দেখা গেলো রাজগঞ্জ থানায়।হরেক রঙের গোলাপ ফুলে সেজে উঠেছে থানা চত্বর।এভাবেই সৌন্দর্যায়ন ও পরিচ্ছন্নতার বার্তা দিচ্ছেন পুলিশকর্মীরা।


জলপাইগুড়ি জেলা পুলিশের রাজগঞ্জ থানায় প্রবেশের মুখেই বাঁ দিকে রয়েছে গোলাপের বাগান। যেখানে রয়েছে লাল, হলুদ,সাদা সহ প্রায় ২৫ প্রজাতির গোলাপ।এছাড়াও রয়েছে ১২ টি রাজহাসঁ।

২০১৮ সালে গোলাপের বাগান তৎকালীন ওসি সুজন কুন্ডুর উদ্যোগে তৈরি করা হয়। সেইসময় থেকেই বাগানের পরিচর্যা করে আসছেন দেবজিৎ রায় নামে এক সিভিক ভলান্টিয়ার। কাজের সঙ্গে সঙ্গে তিনি সকাল বিকেল গাছের দেখাশোনা, পরিচর্যা, জল দেন। তবে এই বাগান পরিচর্যার অর্থ বহন করে আসছেন রাজগঞ্জ থানার বর্তমান আইসি পঙ্কজ সরকার।


গোলাপ বাগানের পাশাপাশি থানায় আসলে নজর কাড়বে রাজহাসেঁর দল। দীর্ঘদিন কয়েক বছর ধরেই এই রাজ হাসঁগুলো থানাতেই থাকে। তাদের থাকার জন্য ঘর ও ছোট্ট জলাশয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।  দিনের বেলায় থানা চত্বরে ঘোরাঘুরি করে রাত হলেই থানার একটি নির্দিষ্ট জায়গায় থাকে। গোলাপ বাগান, রাজ হাসেঁর দল যেন পরিবেশরক্ষারই বার্তা দিয়ে আসছে রাজগঞ্জ থানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *