শিলিগুড়ি, ১৮ আগস্টঃ ড্রেনে পড়ে গেল গরু, টেনে টুলতে ঘটনাস্থলে পৌছল দমকলবাহিনী। ৪৪ নম্বর ওয়ার্ডের পরেশনগর এলাকার ঘটনা।
জানা গেছে, এদিন দুপুর নাগাদ পথে চলতে গিয়ে হঠাৎই গরুটি রাস্তার পাশে একটি ড্রেনে পড়ে যায়। স্থানীয়রা গরুটিকে তোলার চেষ্টা করে না পেরে খবর দেয় দমকলবাহিনীকে। এরপর কিছুক্ষণের চেষ্টায় দমকলবাহিনী ড্রেন থেকে উদ্ধার করে গরুটিকে।