নকশালবাড়ি, ৭ জুলাইঃ ভারত-নেপাল সীমান্তের বড় মনিরাম জোতে অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশের সময় ২ টি গরু সহ ১ ব্যক্তিকে গ্রেফতার করলো এসএসবি।ধৃতের নাম মহম্মদ ইসলাম।ছোট মনিরাম জোতের বাসিন্দা।
জানা গিয়েছে, নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তে বড় মনিরাম জোতে টহলদারি চালানোর সময় ২ টি গরু সহ ১ ব্যক্তিকে গ্রেফতার করে এসএসবি।
ধৃতকে নকশালবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।