গ্রামের মেয়েদের ফুটবল খেলার প্রশিক্ষণ দিতে শুরু হল বিনামূল্যে কোচিং সেন্টার

রাজগঞ্জ,২৯ মেঃ গ্রামের মেয়েদের ফুটবল খেলার প্রশিক্ষণ দিতে শুরু হয়েছে বিনামূল্যে কোচিং সেন্টার। রাজগঞ্জের সাহুডাঙ্গির পাঘালুপাড়ায় এই কোচিং সেন্টার চালু করা হয়েছে।  প্রশিক্ষণ নিচ্ছে এলাকার মেয়েরা। সাহুডাঙ্গি এলাকায় দীর্ঘদিন ধরেই ছেলেদের জন্য ফুটবল কোচিং সেন্টার থাকলেও এবার প্রথম মহিলাদের জন্য কোচিং সেন্টার চালু করা হল। 


খেলার দুনিয়ায় উত্তরবঙ্গের মেয়েরাও যে পিছিয়ে নেই তার উদাহরণ পেয়েছে আমাদের দেশ।উত্তরবঙ্গের সোনার মেয়ে স্বপ্না বর্মন থেকে শুরু করে আন্তর্জাতিক ফুটবল রেফারি কণিকা বর্মন খেলার দুনিয়ায় আজ ভারতবর্ষের পরিচিত নাম।বিষয়টি মাথায় রেখে এলাকার সমাজসেবী রবীন্দ্রনাথ রায়  ফুটবল প্রশিক্ষক স্বপন কুমার দে ও কমলেশ ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেন। তাদের সহযোগিতায় এই প্রথম সাহুডাঙ্গী এলাকায় শুরু হয়েছে মহিলাদের জন্য ফুটবল কোচিং সেন্টার। ইতিমধ্যেই এলাকার ২৫ জনেরও বেশি কিশোরী  প্রশিক্ষণ নিতে শুরু করেছে।

প্রশিক্ষক স্বপনবাবু বলেন, এই প্রথম এই এলাকায় মেয়েদের ফুটবল কোচিং শুরু করা হয়েছে। এখন প্রায় ২৫ জন মেয়ে এই কোচিং-এ আসছে।মেয়েদের বাবা মায়েরা যদি সঙ্গ দেয় তাহলে আমাদের পক্ষে কাজটা একটু সহজ হবে।আমরা আশাবাদী আগামী দিনে এই কোচিং সেন্টার থেকে ভালো মহিলা খেলোয়াড় তৈরী হবে।


মহিলা ফুটবল কোচিং সেন্টারের উদ্যোক্তা রবীন্দ্রনাথ রায়  বলেন, আমাদের গ্রামের মেয়েদের প্রতিভার অভাব নেই। কিন্তু সঠিক প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধার অভাব থাকায় ফুটবল খেলতে পারে না। গ্রামের মেয়েরা যাতে ফুটবল খেলতে পারে তাই এই কোচিং সেন্টার খোলা হয়েছে।এলাকার খেলাপ্রেমী মানুষেরাও আশাবাদী, আগামী দিনে এই ফুটবল কোচিং সেন্টার থেকে প্রতিভাবান মহিলা ফুটবল প্লেয়ার উঠে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *