অবৈধভাবে ভারতে প্রবেশ! গ্রেফতার পাকিস্তানি মহিলা ও এক কিশোর

খড়িবাড়ি, ১৬ নভেম্বরঃ খড়িবাড়িতে গ্রেফতার পাকিস্তানী।অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বুধবার এক পাকিস্তানি মহিলা ও এক কিশোরকে গ্রেফতার করা হয়।ধৃত মহিলার নাম শায়েস্তা হানিফ।


জানা গিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের আগে এস‌এসবি ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জ‌ওয়ানদের হাতে ধরা পড়ে পাকিস্তানি মা ও ছেলে।জিজ্ঞাসাবাদ করার পর পাকিস্তানি মহিলা ও কিশোরকে খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেয় এস‌এসবি।

নেপালের ভিসা থাকার পর কেন তারা ভারতে প্রবেশ করলো তার তদন্তে নেমেছে পুলিশ।তবে ধৃত মহিলা পুলিশের কাছে স্বীকার করে যে সে অসমের বাসিন্দা।অসম থেকে কাজের সূত্রে মুম্বাইয়ে গিয়ে পাকিস্তানি ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় ও পরে বিয়ে করে পাকিস্তানে যায় মহিলা।এরপর কাজের সূত্রে সৌদি আরব যান মহিলা ও তার স্বামী।ভারতের ভিসা না পেয়ে নেপালের ঘোরার ভিসা করে ভারতে প্রবেশ করতে গিয়ে গতকাল গ্রেফতার হয় মহিলা ও তাঁর ছেলে।


ধৃত মহিলাকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।পাশাপাশি ধৃত কিশোরকে দার্জিলিং জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে।‌ গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom giriş güncel adrescasibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomcasibomcasibom girişcasibom güncel girişHoliganbet GirişMeritkingMarsbahis