শিলিগুড়ি, ২৫ এপ্রিলঃ শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারি এলাকায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।গৃহবধূকে খুনের অভিযোগ তাঁর স্বামী বিজয় কুমার সহ বিজয় কুমারের দুই বোন, দুই ভাগ্নি এবং এক ভাগ্ননাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গৃহবধূর মৃতদেহের ময়নাতদন্ত হয়।প্রসঙ্গত, ২০২১ সালে আলিপুরদুয়ারের বাসিন্দা সাবিত্রী শাহ এর সঙ্গে বিয়ে হয় শিলিগুড়ির চম্পাসারির বাসিন্দা বিজয় কুমারের।তাদের এক পুত্র সন্তানও রয়েছে।অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকেই বিজয় ও তার পরিবারের সদস্যরা সাবিত্রীর ওপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো।রবিবার রাতে মৃতার পরিবারের কাছে খবর যায় যে সাবিত্রী আত্মহত্যা করেছে।তবে এই ঘটনা আত্মহত্যা নয় খুন এই অভিযোগ তুলে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার।সেই অভিযোগের ভিত্তিতে স্বামী সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
এদিকে ময়নাতদন্তের পর মৃতার দেহ শ্বশুরবাড়িতে নিয়ে গেলে ফের শ্বশুরবাড়িতে ভাঙচুর চালায় মৃতার পরিবারের সদস্যরা।গোটা ঘটনায় উত্তজনা ছড়ায় এলাকায়।
