গ্রীষ্মের ছুটিতে উত্তরবঙ্গের স্কুলগুলিকে খোলা রাখার আবেদন জানিয়ে স্মারকলিপি প্রদান বিধায়কের

শিলিগুড়ি,২৮ এপ্রিলঃ গরমের ছুটিতে উত্তরবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে খোলা রাখার আবেদন জানিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি প্রদান করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।


প্রবল দাবদাহে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ।সেইদিক বিবেচনা করে আগামী মে মাস থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটির কথা ঘোষণা করেছে শিক্ষা দপ্তর।তবে বাদ রাখা হয়েছে কালিম্পং ও দার্জিলিংকে।রাজ্য সরকারের তরফে করা এমন ঘোষণায় আপত্তি জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।তিনি এই সিদ্ধান্ত প্রত্যাহার করে উত্তরবঙ্গের সমস্ত বিদ্যালয়গুলিকে খোলা রাখার দাবি জানান।বৃহস্পতিবার এই দাবি নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক রাজীব প্রামাণিককে একটি স্মারকলিপি প্রদান করেন তিনি।

শঙ্কর ঘোষ জানান, পাহাড়ের পাশাপাশি শহর শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে এখনও খুব একটা গরম পড়েনি।করোনার জেরে বিগত দুবছর ধরে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলি।যে কারণে পড়াশোনা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল ছাত্রছাত্রীরা।এখন সেগুলি খুললেও দক্ষিণবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে উত্তরবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ রেখে শিক্ষার আলো থেকে ছাত্রছাত্রীদের বঞ্চিত করছে রাজ্য সরকার।তাই অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে প্রয়োজনে সকালে স্কুলগুলিকে খোলা রাখার দাবি জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *