শিলিগুড়ি,১২ জুলাইঃ গুলমায় নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ।ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।মৃতের নাম রিথম মুখিয়া(৩২)।দার্জিলিঙের বাসিন্দা হলেও কর্মসূত্রে দেবীডাঙায় থাকতেন মৃত ব্যক্তি।
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে নদীতে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।এরপরই ঘটনার খবর দেওয়া হয় পুলিশে।পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুকনা থানার পুলিশ।